কেন এই আক্রমন?
গত ১ এপ্রিল ইসরায়েল সিরিয়াতে এয়ার এটাক করে। তখন ইরানের দূতাবাসে তারা হামলা চালায়। একজন ইরানী জেনারেল সেই আক্রমনে মারা যায়।
এর ১৩ দিন পর তার বদলা নিলো ইরান। সরাসরি ইসরায়েল বিভিন্ন প্রান্তে ৩০০ ড্রোন ও মিসাইল আক্রমন করে। হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেছে ইসরায়েল। লোকজনও মারা যায় নি। বলা হয়।
ইসরায়েলে এখনো পাল্টা আক্রমন করে নি। তবে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে মিসাইল আক্রমন করেছে।
আমেরিকা ইসরায়েলের প্রোটেকশনে রেডি থাকলেও সরাসরি প্রতিআক্রমনে নামে নি। কারণ এটা ইরানের সেন্টিমেন্ট হিসেবে দেখছে।
তবে প্রেসিডেন্ট জো বাইডেন তার পক্ষের জি ৭ দেশের এর সঙ্গে পরামর্শ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহাহুর সঙ্গে ফোনে কথা বলেছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা পালটা প্রতিশোধ নিলাম। আমাদের কার্যক্রম শেষ। তবে যদি ওরা আমাদের দেশ আক্রমন করে। তাহলে আমরা রেডি আছি।
সংক্ষেপে একটি নিরপেক্ষ বিশ্লেষণ/ সাংবাদিক আমান-উদ-দৌলা